নাটোরের নলডাঙ্গায় বিশেষ অভিযানে সাবেক সর্বহারা নেতা ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আতাউর রহমানসহ পাঁচজন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ অক্টোবর) দিবাগতরাত দেড়টার দিকে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম।
আটককৃতরা হলেন- পশ্চিম মাধনগর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে, মাধনগর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সর্বহারা নেতা মো. আতাউর রহমান (৫০), পূর্ব মাধনগর গ্রামের জামিল আরিন্দার ছেলে, মাধনগর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. সুজন আরিন্দা (৩১), একই গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে, আওয়ামী লীগ কর্মী মো. বাবুল (৫৫), পূর্ব মাধনগর গ্রামের মৃত শামসুল ইসলামের ছেলে, যুবলীগ কর্মী মো. রুহুল আলম (৪২) ও পশ্চিম মাধনগর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে, যুবলীগ কর্মী মো. সোহাগ (৩৩)।
‘জুলাই সনদ’ ময়লার ভাগাড়ে ফেলা উচিত: জবি অধ্যাপক
অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, আটককৃতদের বিরুদ্ধে নলডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় চরমপন্থী কার্যক্রম, নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ রয়েছে। এ ঘটনায় নলডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।