Thursday, October 23, 2025

নাতনিকে ধর্ষণের সময় দেখে ফেলায় দাদিকে কুপিয়ে হত্যা

আরও পড়ুন

ময়মনসিংহের ফুলপুরে চার বছরের নাতিনকে ধর্ষণের সময় দেখে ফেলায় দাদি ফুলবলিকে (৬০) কুপিয়ে হত্যা করেছে আবুয়া রবিদাস নামের এক যুবক। পুলিশ অভিযুক্ত আবুয়া রবিদাসকে গ্রেপ্তার করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে ফুলপুর উপজেলার আমুয়াকান্দা খাদ্যগুদাম-সংলগ্ন এলাকার রবিদাস বাড়িতে চার বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে আবুয়া রবিদাস। এ সময় শিশুটির দাদি ঘটনাটি প্রত্যক্ষ করে চিৎকার করলে আবুয়া রবিদাস শিশুটির দাদির ওপর হামলা চালান এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকা দাদি বুধবার (২২ অক্টোবর) ভোরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। বর্তমানে ধর্ষণের শিকার শিশুটি একই হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুনঃ  পিস্তল ঠেকিয়ে ছিনতাই: গৃহবধূ জানালেন গহনা ছিল ইমিটেশনের

ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হাদি বলেন, অভিযুক্ত আবুয়া রবিদাসকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার বিষয়ে ওই নারীর পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ